• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আবারও প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন ৮০ বছর বয়সী লুলা 

     dailybangla 
    24th Oct 2025 4:57 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: আগামী বছরের নির্বাচনে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ইন্দোনেশিয়া সফরকালে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, বয়স তার কর্মউদ্যমে কোনো প্রভাব ফেলেনি।

    লুলা বলেন, “আমার বয়স এখন ৮০ হলেও আমি এখনো ৩০ বছরের মতোই উদ্যমী। আমি ব্রাজিলে চতুর্থ মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করব।” রসিকতার সুরে তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোকে উদ্দেশ করে বলেন, “আমি এটা আপনাকে বলছি, কারণ আমাদের অনেকবার দেখা হবে।”

    ব্রাজিলের সংবিধান অনুযায়ী, একজন প্রেসিডেন্ট পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে দায়িত্ব পালন করার পর লুলা ২০২৩ সালে আবার ক্ষমতায় ফেরেন। ফলে তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য।

    লুলা বর্তমানে এশিয়া সফরে রয়েছেন। ইন্দোনেশিয়া সফর শেষে তিনি মালয়েশিয়ায় যাবেন, যেখানে আসিয়ান সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার প্রথম সরাসরি সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

    ২০২২ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর লুলা জানিয়েছিলেন, সেটিই হবে তার শেষ প্রচারণা। তবে এখন তিনি পুনরায় প্রার্থী হতে আগ্রহী। ৮০ বছর বয়সী এই নেতা বর্তমানে ব্রাজিলের রাজনীতিতে বামপন্থার প্রধান মুখ হিসেবে পরিচিত।

    যদিও তার বয়স ও স্বাস্থ্য নিয়ে সমালোচনা রয়েছে, লুলা নিজেকে সুস্থ ও সক্রিয় প্রমাণে নিয়মিত ব্যায়ামের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ২০২৬ সালের নির্বাচনে তিনি এগিয়ে আছেন, যদিও প্রায় অর্ধেক ভোটার তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

    তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো বর্তমানে অভ্যুত্থানচেষ্টার দায়ে ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে রাজনীতি থেকে নিষিদ্ধ। বিশ্লেষকদের মতে, বলসোনারোর অনুপস্থিতিতে লুলার সামনে বড় কোনো প্রতিদ্বন্দ্বী এখনো দেখা যায়নি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031