আশুলিয়ায় বিএনপির সমাবেশে আমিনুল হক: “শোককে শক্তিতে রূপান্তর করুন”
নিজস্ব প্রতিবেদক: “ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ২০২৪”-এর আশুলিয়ায় নিহতদের স্মরণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, এই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে হবে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে নবীনগর পল্লী বিদ্যুৎ মাদরাসা এলাকায় আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নিপুণ রায়।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সমাবেশে বক্তব্য রাখেন।
আমিনুল হক বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের লড়াই আমরা চালিয়ে যাচ্ছি।
তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আওয়ামী লীগের মতো সন্ত্রাসী আচরণ বিএনপির কেউ যেন না করেন। বিএনপি জনগণের দল, জনগণের পাশেই থাকতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, মহিলা দলের সেক্রেটারি সুলতানা আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
শহীদদের স্বজনরাও সমাবেশে বক্তব্য দেন এবং আশুলিয়ার ঘটনার তীব্র নিন্দা জানান।
বিআলো/তুরাগ