আমতলীতে স্কুল শিক্ষক অপহরণ ও বর্বর নির্যাতন
পিএম সাজ্জাদ শরীফ, আমতলী (বরগুনা): বরগুনার আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলামকে অপহরণ করে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ সদস্য মিজানুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে।
শিক্ষক রফিকুল ইসলামের অভিযোগ, পানি চাইলে সন্ত্রাসীরা তাকে প্রস্রাব খাওয়ায় এবং তার ব্যাংক হিসাব থেকে ৮০ হাজার টাকা তুলে নেয়।
ঘটনাটি ঘটে গত ২১ অক্টোবর রাতে। ওই রাতে মিজানুর রহমান, আবুল কালাম আজাদ ওরফে নয়া তালুকদারসহ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী বিদ্যালয় হোস্টেল থেকে শিক্ষককে জিম্মি করে ঘোপখালী এলাকার একটি কলা বাগানে নিয়ে যায়। সেখানে রাতভর লোহার রড দিয়ে পিটিয়ে নির্যাতন করা হয় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
পরদিন ভোরে তাকে অচেতন অবস্থায় হোস্টেলের সামনে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সাত দিন পর রফিকুল ইসলাম প্রধান আসামি মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে আমতলী থানায় মামলা করেন।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং নির্যাতিত শিক্ষকের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বিআলো/শিলি



