আমতলীতে ৫ শতাধিক হিন্দু নারী-পুরুষ বিএনপিতে যোগদান
নিজস্ব প্রতিবেদক: জেলার আমতলী উপজেলায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীর ৫ শতাধিক নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেছেন। তারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের নেতৃত্বে যোগ দিয়েছেন।
গতকাল সোমবার রাতের অনুষ্ঠানে আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডের শ্রীশ্রী রাধা-কৃষ্ণ মন্দিরে উপজেলা ও গ্রাম এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশ নেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক নেতা হাবিবুর রহমান পান্না, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, আমতলী পৌর বিএনপির আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির, সদস্য সচিব মো. জালাল আহমেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিআলো/এফএইচএস



