• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আমরা ইতিহাস সৃষ্টি করেছি: ডোনাল্ড ট্রাম্প 

     dailybangla 
    06th Nov 2024 8:02 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয়ের পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বিশ্ববাসীর উদ্দেশ্য বলেন, আমরা ইতিহাস সৃষ্টি করেছি। প্রতিটা শহরে আমি আপনাদের জন্য লড়াই করব। এটি হবে আমেরিকার স্বর্ণযুগ তৈরির সুযোগ। বারবার তিনি ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ বলেন। এসময় সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়ে উল্লাস করেন।

    বুধবার বিশ্ববাসীর উদ্দেশ্য তিনি আরও বলেন, এটা আমাদের একটা চমৎকার মুহূর্ত। আমাদের দেশকে ঠিক করতে হবে। আমরা আজ রাতে ইতিহাস সৃষ্টি করেছি। সবাই ভেবেছিলেন আমরা করতে পারব না। এটা আমাদের রাজনৈতিক জয়।

    সুইং স্টেটগুলোর কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, নর্থ ক্যারোলিনা আমি ভালোবাসি, মিশিগান আমি আপনাদের ভালোবাসি। বিজয় ছাড়া আমাদের অন্য কোনো পথ ছিল না। স্ত্রী মেলানিয়া, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্সদের সামনেই সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘প্রতিটি দিন আমি আপনারদের জন্য লড়াই করে যাব। বক্তব্যের এক পর্যায়ের ট্রাম্প ভোটার এবং স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ দেন তিনি। তুমুল করতালির মধ্য থেমে থেমে বক্তব্য দেন ট্রাম্প।

    রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে পরাজিত করেছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে ফক্স নিউজ ও অন্যান্য শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, ট্রাম্প পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা এবং জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে জয়লাভ করেছেন, যা তার বিজয়কে আরও শক্তিশালী করেছে। এই রাজ্যগুলোতে বিজয় তাকে প্রেসিডেন্ট পদের দিকে একধাপ এগিয়ে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

    এপি’র প্রতিবেদন অনুযায়ী, রিপাবলিকান পার্টি সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছে। এই বিজয়ের মধ্য দিয়ে ট্রাম্প চার বছর পর আবারও হোয়াইট হাউসে ফিরে আসছেন, যা তার রাজনৈতিক জীবনে এক অসাধারণ প্রত্যাবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

    ফক্স নিউজের প্রাথমিক ফলাফলের বিশ্লেষণে দেখা যায় যে, ট্রাম্প ইতোমধ্যেই ২৭৭টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন, যা তাকে প্রেসিডেন্ট হিসেবে জয়লাভের জন্য প্রয়োজনীয় ২৭০ ভোটের সীমা ছাড়িয়ে দিয়েছে।

    অপরদিকে, ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ২২৬টি ভোট অর্জন করেছেন। মোট ৫০টি অঙ্গরাজ্যের ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ট্রাম্প আরও কিছু রাজ্যের ভোটও নিশ্চিত করতে চলেছেন বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের জয়ের খবরে বিভিন্ন রাজ্যে উৎসবে মেতেছেন তার সমর্থকরা।

    ট্রাম্পের নির্বাচনী প্রচারের প্রধান কার্যালয় থেকে বিবিসি জানিয়েছে, ফক্স নিউজ যখন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের জয়ের অনুমান ঘোষণা করছিল তখন হলরুমে উপস্থিত সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। তাদের কান ফাটানো জয়ধ্বনিতে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অনেক সমর্থক আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা একে অপরকে জড়িয়ে ধরে ট্রাম্পের নামে স্লোগান দিতে থাকেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031