• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আমরা চাই না আর কোনো রোহিঙ্গার অনুপ্রবেশ হোক: ত্রাণ উপদেষ্টা 

     dailybangla 
    25th Sep 2024 3:33 am  |  অনলাইন সংস্করণ

    কক্সবাজার প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, কত সংখ্যক নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে জানে না সরকার। তাদের তালিকা করা হচ্ছে। এরপর তাদের নিয়ে ভাবা হবে। তিনি গতকাল মঙ্গলবার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতিসংঘ ও দেশের বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন।

    এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, অতিরিক্ত সচিব মো. হাসান সারওয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান ও ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল।

    ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেন, কিছু কিছু রোহিঙ্গা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশ করেছে। আমরা চাই না আর কোনো রোহিঙ্গার অনুপ্রবেশ হোক। নতুন-পুরাতন সকল রোহিঙ্গার দ্রুত প্রত্যাবাসনের চেষ্টা চলছে। এর আগে দুপুরে উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি ডব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার আউটলেট ও রেশন উত্তোলন কার্যক্রমসহ বিভিন্ন স্টল ও হাসপাতাল ঘুরে দেখেন। এ সময় রোহিঙ্গা ক্যাম্পের মাঝি, ধর্মীয় নেতা ও নারীদের সঙ্গে মতবিনিময় করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930