আমরা বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানাতে চাই না: ড. এম এ কাইয়ুম
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র বানানো হবে না। তিনি বলেন, “আল্লাহ ভীরু মানুষকে দিয়ে অপরাধ সংঘটিত করা সম্ভব নয়। সঠিক ধর্মীয় শিক্ষা থাকলে কোনো অপরাধ সংঘটিত হবে না। মানুষকে সবসময় মনে রাখতে হবে, আল্লাহ দেখছেন।”
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর পশ্চিম রামপুরায় শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ড. কাইয়ুম।
তিনি বলেন, “বিএনপি রাজনৈতিক দর্শনে বিশ্বাসী। আগামী দিনে আমরা সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত করবো। গুম-খুন-হত্যাসহ সকল অপসংস্কৃতিকে সমাজ থেকে নির্মূল করা হবে। আমরা বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানাতে চাই না এবং সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে চাই না। সমাজের সকল মানুষ মিলেমিশে নিজের ধর্ম পালন করবে।”
ড. কাইয়ুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে বলেন, “বিএনপি প্রতিষ্ঠা করা হয়েছিল ইসলামিক মূল্যবোধ ও জাতীয়তাবাদের উপর ভিত্তি করে। ১৯৭৭ সালে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের কথা অন্তর্ভুক্ত করেছিলেন।”
ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “শুধুমাত্র আইন প্রয়োগে অপরাধ কমানো যায়, বন্ধ করা যায় না। সঠিক ধর্মীয় শিক্ষা থাকলে অপরাধ সংঘটিত হবে না। তাই শিক্ষার মাধ্যমে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব।”
ড. কাইয়ুম আরও বলেন, “বিগত সরকারের আমলে হুজুরদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে অত্যাচার করা হতো। আমরা এমন পরিস্থিতি আর হতে দেবো না। মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সঠিক ধর্মীয় শিক্ষার মাধ্যমে সমাজ থেকে অন্যায় দূর করতে হবে।”
তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা ভোট দিন, পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে ধানের শীষে ভোট দিয়ে আমাদের সেবা করার পথ প্রসারিত করুন।”
বিআলো/ইমরান



