• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আমরা ভিক্ষা নয়, ন্যায্য অধিকার চাই: গাজাবাসী 

     dailybangla 
    29th Jul 2025 4:43 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: গাজার আকাশে যখন যুদ্ধবিমানের গর্জন থামে, তখন কখনো কখনো ভেসে আসে আরেকটি আওয়াজ—বিমানের পেট থেকে নিচে পড়ে আসছে প্যারাসুটে বাঁধা ত্রাণ। কিন্তু এই দৃশ্য এখন গাজার হাজারো মানুষের চোখে মর্যাদাহানিকর এক অপমানের প্রতীক হয়ে উঠেছে। ক্ষুধায় কাতর, অস্তিত্বের সংকটে দিন কাটানো মানুষগুলোর কণ্ঠে উঠছে একটাই দাবি—“আমরা ভিক্ষা নয়, ন্যায্য অধিকার চাই।”

    গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা আহমেদ ফায়েজ ফায়াদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা কুকুর নই যে খাবারের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকব বা এক টুকরো রুটির জন্য লড়াই করব। আমরা মানুষের মতো মর্যাদার সাথে বাঁচার অধিকার চাই।’

    অন্য একজন ফিলিস্তিনি মা, যিনি তিন দিন ধরে তার পরিবারের জন্য খাদ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন, বলেন, ‘আমার শিশু ক্ষুধায় কাঁদে, আর আমাকে এই অপমান সহ্য করতে হয়? সাহায্য নয়, আমাদের ন্যায্য অধিকার চাই।’

    বিমান থেকে ফেলা বেশিরভাগ সহায়তা সমুদ্র বা যুদ্ধবিধ্বস্ত এলাকায় পড়ছে, যা সংগ্রহ করা বিপজ্জনক। এছাড়াও অনেক সময় সহায়তার প্যাকেট মাটিতে পড়ে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে।

    স্থলপথে সহায়তা বিতরণের পরিবর্তে এই পদ্ধতিকে ‘প্রদর্শনীমূলক’ বলে মনে করছেন অনেক ফিলিস্তিনি। এদিকে, মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, এই ধরনের সহায়তা পদ্ধতি গাজার বাসিন্দাদের মানসিক আঘাত দিচ্ছে।

    জাতিসংঘের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটি কোনো সমাধান নয়। গাজার প্রতিটি পরিবারের দোরগোড়ায় পর্যাপ্ত সহায়তা পৌঁছানোর একমাত্র উপায় হলো অবরোধ প্রত্যাহার।’

    এই পরিস্থিতিতে ফিলিস্তিনি নেতৃত্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জোর দাবি উঠছে। গাজার একজন শিক্ষক বলেছেন, ‘আমরা ভিক্ষুক নই। আমরা শুধু আমাদের অধিকার চাই – নিরাপদ জীবন ও মর্যাদার সাথে বাঁচার।

    আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখন প্রশ্ন: আজ শুধু গাজার নয়, গোটা বিশ্বের বিবেকের জন্য—মানবতা কি শুধু প্যাকেটে খাবার ছুড়ে দেবে, না কি ফিলিস্তিনিদের মানুষ হিসেবে বাঁচার ন্যায্য অধিকারকেও স্বীকৃতি দেবে?

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930