‘আমাকে পাগল ভাববে সবাই’, জীবনের গল্প শোনালেন বাঁধন
বিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিজের জীবনের অজানা অধ্যায় তুলে ধরলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে। বৃহস্পতিবার বিকালে ‘ম্যাজিক লণ্ঠন’-এর আয়োজন করা ‘কথামালা-১৩’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, “আমি ক্রনিক ডিপ্রেশনের রোগী, নিয়মিত অ্যান্টিডিপ্রেসেন্ট খাই। এসব বললে সবাই আমাকে পাগল ভাবে।”
বাঁধন জানান, ১৯ বছর বয়সে বিয়ে ও পরবর্তীতে ডিভোর্সের পর জীবনের সবচেয়ে কঠিন সময় পাড়ি দিতে হয় তাকে। রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন থাকাকালেই তিনি বুঝতে পারেন নিজের ভেতরের শক্তি ও শিল্পীর পরিচয়।
‘রেহানা মরিয়ম নূর’-এর কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, “পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ আমাকে নতুন করে অভিনেত্রী হিসেবে জন্ম দিয়েছেন।”
সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ের প্রসঙ্গ টেনে বাঁধন বলেন, “সেই রায় আমার জীবন বদলে দিয়েছে। আমি বুঝেছি, নিজের অধিকার নিজেকেই আদায় করতে হয়।”
বিআলো/শিলি



