• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান 

     dailybangla 
    18th Sep 2025 9:55 am  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: বুধবার দুবাইতে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হওয়া ‘এ’ গ্রুপের ম্যাচে ৪১ রানে জিতেছে পাকিস্তান।

    এর মাধ্যমে নিশ্চিত হলো চলতি আসরে আরও অন্তত একবার ভারত-পাকিস্তান লড়াই দেখা যাবে। ম্যাচটি কবে হবে সেটিও চূড়ান্ত হয়েছে। আগামী রোববার (২১ সেপ্টেম্বর) আবার ভারতের মুখোমুখি হবেন সালমান আলি আঘারা। ম্যাচের ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

    টস হেরে আগে ব্যাট করে তারা তোলে ৯ উইকেটে ১৪৬ রান। জবাবে ১৪ বল বাকি থাকতে স্বাগতিক আরব আমিরাত অলআউট হয় মাত্র ১০৫ রানে।

    প্রথমে ব্যাট করতে নেমে ৯ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপের মধ্যে পড়ে পাকিস্তান। টানা তিন ম্যাচে ডাক মেরে লজ্জার রেকর্ড গড়েন সাইম আইয়ুব। তবে ফখর জামানের ৫০ রানের ইনিংস এবং অধিনায়ক সালমানের সঙ্গে তার ৬১ রানের জুটি পাকিস্তানকে ম্যাচে ফেরায়। শেষ দিকে শাহীন আফ্রিদির ২৯ রানের ঝোড়ো ইনিংসের কল্যাণে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৪৬।

    লক্ষ্য তাড়া করতে নেমে কখনো ম্যাচে ফেরার সুযোগ পায়নি আমিরাত। ওপেনারদের ব্যর্থতার পর কেবল উইকেটরক্ষক রাহুল চোপড়া (৩৫) ও ধ্রুব পরাশার (২০) কিছুটা প্রতিরোধ গড়লেও দলকে জয় দিতে পারেননি। পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি, আব্রার আহমেদ ও হারিস রউফ ২টি করে উইকেট নেন।

    এই জয়ে ভারতের সঙ্গে এশিয়া কাপের শেষ চার নিশ্চিত করল পাকিস্তান। তবে রানরেটে পিছিয়ে থাকায় গ্রুপের দুই নম্বরে থাকতে হচ্ছে সালমানদের। ভারতের রানরেট ৪.৭৯৩ হলেও পাকিস্তানের ১.৭৯০। ফলে গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জয়-পরাজয় যাই হোক না কেন, ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠবে বলে সম্ভাবনা প্রবল।

    আমিরাতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জুনাইদ সিদ্দিকি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930