• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আমিরাতে সর্ববৃহৎ রক্তদান কর্মসূচিতে ১০২১ জন প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণ। 

     dailybangla 
    14th Dec 2025 7:55 pm  |  অনলাইন সংস্করণ

    মোশাররফ হোসেন, সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ। ইউএই’র জাতীয় দিবসের সঙ্গে মিলিয়ে গাউছুল আজম মাইজভাণ্ডারীর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৮টি ধাপে এই বিশাল কর্মসূচির আয়োজন করা হয়। নির্দেশনায় ছিলেন সংগঠনের পৃষ্টপোষক দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাষ্টি- সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

    কর্মসূচিতে সহযোগিতা করে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ইউএই কার্যকরী সংসদ।। মিডিয়া পার্টনার ছিল গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই।

    কর্মসূচির অংশ হিসেবে আমিরাতের বিভিন্ন শহরের ব্লাড সেন্টারগুলোতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে ১০২১ জন প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছায় রক্ত দেন।
    আয়োজকদের দাবি, রক্তদানকে সহজলভ্য এবং উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। রক্তদান কর্মসূচিতে মিশন কর্মকর্তাসহ স্থানীয় কমিউনিটি ব্যক্তিত্বরা অংশ নেন।

    মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের এই ধারাবাহিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যসেবা খাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইসঙ্গে এটি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছে। মানবিকতার এই বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যক্রম করার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা।

    এদিকে উক্ত আয়োজনে আমিরাতে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বলের পাশাপাশি স্বাস্থ্য সচেতন দেশ হিসেবে পরিচিতিতে ভুমিকা রাখবে বলে মনে করছেন প্রবাসীরা।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031