আমি আছি, মরি নাইরে ভাই: মাহিয়া মাহি
dailybangla
01st Jul 2025 12:11 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর। বিব্রতকর এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, তিনি বেঁচে আছেন।
রবিবার (২৯ জুন) ফেসবুকে গোলাপি রংয়ের একটি ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে মাহি লেখেন, আমি আছি, মরি নাইরে ভাই।

এরপরই মজা করার চারটি ইমোজি জুড়ে দেন মাহি।
মাহির এমন পোস্টের পর মন্তব্য করতে শুরু করেন ভক্ত ও নেটিজেনরা। জানান, অভিনেত্রীর এ পোস্টে স্বস্তি ফিরে পেয়েছেন তারা।
সম্প্রতি কিছু ফেসবুক গ্রুপ এবং পেজে ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ শিরোনামে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে পড়তেই ফেসবুকে মাহি জানান, তিনি সুস্থ ও নিরাপদে আছেন।
হঠাৎ নিজের মৃত্যুর খবরে হতবাক হয়েছেন এ অভিনেত্রী। বিষয়টি নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন মাহিয়া মাহি।
বিআলো/শিলি