আমি এখানে কারও থেকে বড় হতে আসিনি: কিলিয়ান এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক: পিএসজি ছেড়ে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে শুরুর দিকে কী ভোগান্তির মধ্য দিয়েই না যেতে হয়েছে তাকে। কত সমালোচনা হয়েছে তাকে নিয়ে। তবে সেসব এখন অতীত, সব সমালোচনাকে পেছনে ফেলে নিজের পুরোনো ছন্দে ফিরেছেন এই ফরাসি তারকা।
নিজের ফর্ম দিয়ে বন্ধ করেছেন সমালোচকদের মুখ। রিয়াল মাদ্রিদে প্রথম ১৮ ম্যাচে ৯ গোল করেছিলেন, তবে পরের ২৬ ম্যাচে করেছেন ২২ গোল। যার সবশেষ দুটি গোল এসেছে ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে। সব মিলিয়ে রিয়ালে ৪৪ ম্যাচে তিনি গোল করেছেন ৩১টি, সঙ্গে আছে ৫টি অ্যাসিস্ট।
পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে আদর্শ মানেন এমবাপ্পে। আর রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে আর মাত্র দুটি গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন রোনালদোকে! ২০০৯-১০ মৌসুমে রিয়াল মাদ্রিদে নিজের অভিষে মৌসুমে ৩৩ গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে আদর্শ মেনে বেড়ে ওঠা এমবাপ্পের প্রথম মৌসুমের গোলসংখ্যা ৩১টি। আর মাত্র ২ গোল করলেই রোনালদোকে ধরে ফেলবেন তিনি।
তবে রোনালদোর রেকর্ড ভেঙে দিলেও নিজেকে তার থেকে বড় মানতে নারাজ কিলিয়ান এমবাপ্পে। ‘রিয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমে যদি আমি ক্রিস্টিয়ানোর চেয়ে বেশি গোল করি, তার মানে এই না যে আমি তার থেকে বড় বড়, এটা একটা সংখ্যা।’
কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে এসেছেন শিরোপা জিততে। সে এও বলেছেন, তিনি এখানে (রিয়াল মাদ্রিদে) কারও থেকে বড় হতে আসেননি। ‘আমি এখানে কারও থেকে বড় হতে আসিনি, আমি রিয়াল মাদ্রিদে শিরোপা জিততে এসেছি, এটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়।’
লা লিগায় এখনও বাকি আছে ১০ ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগ আর কোপা দেল রে’র ম্যাচও বাকি আছে। অর্থাৎ, ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার জন্য এখনও অনেক সুযোগ আছে এমবাপ্পের সামনে।
বিআলো/শিলি