আমি ক্লান্ত ও বিরক্ত: ভিডিও বার্তায় তনুশ্রী দত্ত
নিজস্ব প্রতিবেদক: ‘আশিক বানায়া আপনে’ সিনেমার মাধ্যমে বলিউডে ঝড় তোলা অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও আলোচনায়। বুধবার রাতে সামাজিকমাধ্যমে কাঁদতে কাঁদতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি হেনস্তার শিকার হচ্ছেন এবং তার কাজকর্ম প্রায় বন্ধ হয়ে গেছে।
ভিডিও বার্তায় তনুশ্রী বলেন, আমি ক্লান্ত ও বিরক্ত। ২০১৮ সাল থেকে এই হয়রানি চলছে। আজ পুলিশকে ফোন করেছি। আমাকে কেউ সাহায্য করুন, দয়া করে কিছু করুন-দেরি হওয়ার আগেই।
তিনি আরও বলেন, আমি নিজের বাড়িতেই সমস্যায় পড়ছি। কাজের লোকেরা জিনিস চুরি করছে, বাড়ি অগোছালো হয়ে পড়েছে, আমি একা সব কাজ করছি। এ অবস্থায় পুলিশকেই ডাকতে বাধ্য হয়েছি।
তার অভিযোগ অনুযায়ী, পুলিশের একটি দল বুধবার তার বাসায় আসে এবং তাকে থানায় গিয়ে বিস্তারিত অভিযোগ জমা দিতে বলেছে। তিনি জানান, বৃহস্পতিবার থানায় যাবেন।
অনেকেই মনে করছেন, ২০১৮ সালে ‘মি-টু’ আন্দোলনের সময় বলিউড অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার পর থেকেই পেশাগতভাবে সমস্যায় পড়েছেন তনুশ্রী। হারিয়েছেন কাজ, বিচ্ছিন্ন হয়েছেন বলিউড থেকে।
জন্ম: ঝাড়খণ্ডের জামশেদপুরে, বাঙালি হিন্দু পরিবারে, ২০০৪: ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জয়, ২০০৫: বলিউড অভিষেক ‘আশিক বানায়া আপনে’, কাজ করেছেন: ভাগম ভাগ, ঢোল, থীরাধা বিলাইআট্টু পিল্লাই ইত্যাদি ছবিতে, সর্বশেষ অভিনয়: ২০১৩ সালে ‘সুপারকপস ভার্সেস সুপার ভিলেনস’ সিরিজে, ব্যক্তিগত জীবন: এখনও অবিবাহিত, একসময় ছিলেন পরিচালক আদিত্য দত্তের সঙ্গে সম্পর্কে।
তনুশ্রীর সাম্প্রতিক ভিডিওটি অনুরাগীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
বিআলো/এফএইচএস