আমি পুরোনো বই: তালুকদার লাভলী
dailybangla
13th Aug 2025 8:11 pm | অনলাইন সংস্করণ
ভালোবাসা সেলফে রাখা এক পুরোনো বই,
পাতায় পাতায় লেখা অতল হৃদয়ছোঁয়া শব্দ ।
সময় গড়ায়, মলিন হয় মলাট,
তবু শব্দে থাকে অনন্ত প্রভাত।
চোখের কোণে জমে থাকা সেই ছায়া,
প্রতিটি পৃষ্ঠায় খুঁজে পাই চিরচেনা মায়া।
যতবার পড়ি, ততবার জানি,
ভালোবাসা পুরোনো হলেও বদলায় না মায়া।
নতুন বই ঝকঝকে, মোহময় বাহার,
তবু পুরোনো বইয়ের ঘ্রাণে মিশে থাকে সুখের সমাহার।
ভালোবাসা ঠিক তেমনি, নীরব ও স্থির,
যতই পুরোনো হোক, ততই গাঢ় ও গভীর।
তোমার ভালোবাসার কথা মনে করে,
বারবার খুলে বসি সেই প্রিয় বই।
বইয়ের পৃষ্ঠায় ঠাসা
শব্দেরা শুধু গল্প বলে না,
তারা ভালোবাসার চিরন্তন সাক্ষী হয়ে রয়ে যায়।
লেখিকা- তালুকদার লাভলী
বিআলো/এফএইচএস