আমি যতদিন বেঁচে আছি আপনাদের পাশে থাকবো: শকু
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু বলেছেন, “আপনারা আমাদের ছেড়ে যাবেন না। আমাদের অফিস সবসময় আপনাদের জন্য খোলা। সরকার আমাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিলেও আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবো।”
বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র (সোয়েটার) বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শওকত হাশেম শকু বলেন, “আজ আমরা সাড়ে তিনশ’ পরিবারের মাঝে সোয়েটার বিতরণ করেছি। খুব শিগগিরই আরও একটি কর্মসূচির মাধ্যমে কম্বল বিতরণ করা হবে। আমি যতদিন বেঁচে থাকবো, আপনাদের সাহায্য ও সহযোগিতা করে যাবো।”
তিনি আরও বলেন, “আমাদের বড় ভাইয়েরা যারা সামর্থ্যবান, তাদের সহযোগিতায় এসব মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন।”
এ সময় তিনি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আগামীতেও সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিআলো/তুরাগ



