আমুভূঁঞার হাটে ভোট কর্মী সমাবেশে ডা: মো: ফখরুদ্দিন মানিক
চাঁদাবাজদের হাত থেকে দেশ রক্ষায় দাড়িপাল্লাকে সমর্থনের আহ্বান
আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো: ফখরুদ্দিন মানিক শনিবার (তারিখ উল্লেখ করুন) উমরাবাদ-আমুভূঁঞার হাটে অনুষ্ঠিত ভোট কর্মী সমাবেশে দেশের নিরাপত্তা ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনের গুরুত্ব নিয়ে গভীরভাবে বক্তৃতা দেন। তিনি চাদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের এবং জনগণের জান-মাল রক্ষায় সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
ডা. মানিক বলেন, দেশে আবার চাদাবাজীর মহাউৎসব চলছে। প্রতিষ্ঠিত ব্যবসায়ী থেকে ফুটপাতের বাদাম বিক্রেতা—কেউই চাদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছে না। তিনি উল্লেখ করেন, চাদার টাকা ভাগাভাগি নিয়ে রাজনৈতিক দলের কর্মী খুনের ঘটনা এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বিরাজ করছে। যথাযথ প্রমাণ থাকা সত্ত্বেও প্রশাসন নির্বিকার, যা জনগণের জন্য ভয়াবহ সংকেত।
ডা. মানিক বলেন, “জনগণের জান-মাল রক্ষার জন্য প্রতিটি পাড়া-মহল্লায় চাদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা চাদাবাজীদের আশ্রয় দিচ্ছে তাদেরও গ্রেফতার করা প্রয়োজন, যাতে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা যায়।” তিনি জোর দিয়ে বলেন, “আমাদের অঙ্গীকার হচ্ছে একটি দুর্নীতি ও চাদাবাজ মুক্ত বাংলাদেশ। আমাদের নেতা-কর্মীরা চাদাবাজী করেন না, সুতরাং কাউকেই চাদাবাজী করতে দেওয়া হবে না।”
ডা. মানিক আগামী নির্বাচনে চাদাবাজদের হাত থেকে দেশ রক্ষায় দাড়িপাল্লাকে সমর্থনের আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী কামাল উদ্দিন, পাটোয়শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সহকারী সেক্রেটারী হাসান আল মাহমুদ, উপজেলা সভাপতি আব্দুল মতিন, আই বি ডব্লিউ এফ ফেনী শহর সেক্রেটারী ফখরুল ইসলাম, ইউনিয়ন আমীর মাও আব্দুল ওহাব, সেক্রেটারী মো: হাসান, শিবির সভাপতি তানভীর মিশকাত সহ জামায়াত ও শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ



