• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আয়রনম্যান খেতাব জিতলেন ডা. সাকলায়েন রাসেল 

     dailybangla 
    02nd Jun 2025 5:00 pm  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক: আয়রনম্যান ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ সফলভাবে শেষ করেছেন বাংলাদেশী চিকিৎসক ডা. সাকলায়েন রাসেল।

    রবিবার (১ জুন) ২০২৫ জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয় বিশ্বের কঠিনতম ট্রায়াথলেট আয়রনম্যানের এবারের আসর।

    এই প্রতিযোগিতায় একটানা ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২.২ কিলোমিটার দৌড় নিদিষ্ট সময়ে শেষ করতে হয় । ডা. সাকলায়েন রাসেল প্রায় ১৫ ঘন্টায় উক্ত দূরত্ব শেষ করে আয়রনম্যান উপাধি পান।সকাল ৭ টায় শুরু হয়ে রাত ১১ টায় শেষ হয় এ ট্রায়াথলেট আসর।

    ডা. সাকলায়েন রাসেল জানান, জার্মানির বুকে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারা অনেক গৌরবের। বলতে গেলে একটা বড় স্বপ্নের সফল বাস্তবায়ন। তবে দু:খের বিষয় অত্যন্ত ব্যায়বহুল এই ট্রায়াথলেটে অংশ নিয়ে যারা দেশের মুখ উজ্জ্বল করছেন তারা কোন সরকারি সহায়তা বা পৃষ্ঠপোষকতা পান না। এ ব্যাপারে সরকারের নজর দেয়া জরুরি।

    এর আগে তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিত আয়রম্যান ৭০.৩ পরপর দুবার শেষ করেন।এছাড়া প্রথম চিকিৎসক হিসেবে টেকনাফ থেকে সাঁতরে সেন্টমার্টিন পৌছান। ১৬.১ কিলোমিটারের এ চ্যানেলটি, বাংলাচ্যানেল নামে পরিচিত।পেশায় তিনি দেশের একজন খ্যাতিমান ভাসকুলার সার্জন। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন।

    এছাড়াও বাংলাদেশ ভাসকুলার সোসাইটির জেনারেল সেক্রেটারি তিনি।কর্মরত আছেন মাই টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে। পাশাপাশি বেসরকারি টেলিভিশন ও রেডিওর নিউজ প্রেজেন্টারদের সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশ’র(এনবিএ) প্রেসিডেন্ট হিসেবেও দ্বায়িত্ব পালন করছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930