• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া জয় 

     dailybangla 
    27th Nov 2024 5:40 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১৫৪ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান তুলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২৮.৫ ওভারে ৯৮ রানেই গুটিয়ে যায় আইরিশ মেয়েরা।

    বুধবার (২৭ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৫৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় আয়ারল্যান্ড। স্কোরবোর্ডে ১০ রান জমা হতেই অধিনায়ক গ্যাবি লুইসকে হারায় সফরকারীরা। মারুফার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন আইরিশ অধিনায়ক। পরের বলেই ফেরেন এমি হান্টার। নিগার সুলতানার হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন হান্টার।

    এরপর তৃতীয় উইকেট জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় আয়ারল্যান্ড। এই জুটি থেকে আসে মাত্র ৩৮ রান। অরলা প্রেন্ডারজাস্ট আউট হন ১৯ রান করে। নাহিদা আক্তারের বলে রাবেয়া খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। স্কোরবোর্ডে আর ১১ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন সারাহ ফোর্বস। ৫১ বল খেলে ২৫ রান করে রানআউটে কাটা পড়েন এই ওপেনার।

    স্কোরবোর্ডে আর দুই রান যোগ হতেই সাজঘরে ফেরেন লিহ পল। ৫ বল খেলে কোনও রান না করেই রানআউটে কাটা পড়েন তিনিও। লরা দিলানি তার ইনিংস লম্বা করতে পারেননি। ৩৮ বলে ২২ রান করে নাহিদার শিকার হন তিনি। এরপর বাকি ব্যাটারদের কেউই দাঁড়াতে পারেননি। আইরিশদের মোট চারজন ব্যাটার সাজঘরে ফিরেছেন শূন্য রানে।

    শেষ পর্যন্ত আয়রল্যান্ডের মেয়েরা একশ রানও করতে পারেনি। ২৮.৫ ওভারে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ১৫৪ রানের বড় জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। এদিন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার ৩ টি করে উইকেট শিকার করেন। মারুফা নিয়েছেন দুই উইকেট।

    এর আগে বুধবার সকালে মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন। ওপেনিং জুটিতে তারা দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৫৯ রান। ৬১ বলে ৩৮ রান করে মুর্শিদা আউট হলে ভাঙে তাদের জুটি। তবে অন্য প্রান্তে হাফ-সেঞ্চুরি তুলে নেন ফারজানা। চার বাউন্ডারিতে ১১০ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

    এদিকে ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন শারমিন সুপ্তা। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারলে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হতে পারতেন তিনি। তবে শেষ পর্যন্ত ৯৬ রান করে ফ্রেয়া সার্জেন্টের বলে আর্লেন কেলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন শারমিন।

    শেষ দিকে ১৩ রানে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। আরেক প্রান্তে সোবহানা মোস্তারি অপরাজিত ছিলেন ৫ রানে। আয়ারল্যান্ডের হয়ে দুটি উইকেট শিকার করেছেনে ফ্রেয়া সার্জেন্ট।

    এই ম্যাচে ঘরের মাঠেই শুধু নয়, দেশে ও দেশের বাইরে মিলে একদিনে নিজেদের ছাড়িয়ে যাওয়ার দু-দুটি রেকর্ড গড়লো বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগের দুটি রেকর্ডও হয়েছিল একই ম্যাচে একই দিনে। দিনটি ছিল ২০২৩ সালের ১৬ ডিসেম্বর।

    ওইদিন ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫০ রানের দলগত স্কোর গড়ে নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছিল বাংলাদেশ নারী দল। একই ম্যাচে প্রোটিয়া নারী দলকে ১৩১ রানে অলআউট করে ১১৯ রানের বড় জয় পেয়েছিল টাইগ্রেসরা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930