• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আরএমপি সদর দপ্তরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 

     dailybangla 
    03rd Jun 2025 3:54 pm  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: রাজশাহী মহানগরীতে বিআরটিএ, রাজশাহী বিভাগীয় অফিসের আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২ জুন বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় পুলিশ কমিশনার বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রা যাতে নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যেই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে কাজ করছে। ফিটনেসবিহীন ও নিষিদ্ধ যানবাহনের মহাসড়কে চলাচল বন্ধ নিশ্চিত করতে হবে এবং এসব যানবাহন যাতে রাস্তায় নামতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।

    তিনি আরো বলেন, ঈদের সময় নিয়মিত যাতায়াতের বাহিরের অতিরিক্ত যানবাহন যেন শহরে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এছাড়া, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন যেন না হয়, সেটিও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। মোবাইল কোর্ট পরিচালনাসহ সব নির্দেশনার বাস্তবায়নে আমরা কঠোরভাবে মনিটর করবো। জনসাধারণের আন্তরিক সহযোগিতায় একটি নিরাপদ ও সুশৃঙ্খল ঈদযাত্রা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

    সভায় গত সভার সিদ্ধানসমূহের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

    এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ‑পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী ও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, সিনিয়র সহকারি কমিশনার মো. মাহমাদুল হাসান, সড়ক বিভাগ, রাজশাহীর সহকারি প্রকৌশলী মো. আব্দুল হালিম, এলজিইডির সহকারি প্রকৌশলী মো. মোস্তাসির রহমান। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওর প্রতিনিধি এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা সভায় অংশগ্রহণ করেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031