আরশাদ হত্যা মামলা: সিমিনসহ পাঁচজনের বিরুদ্ধে নারাজি দাখিলের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের ছেলে আরশাদ ওয়ালিউর রহমান হত্যা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত রিভিশন শুনানি শেষে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুল হক দিদার এ তথ্য জানিয়েছেন।
চূড়ান্ত প্রতিবেদনে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ছাড়াও অব্যাহতি পাওয়া অন্যরা হলেন ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের স্ত্রী ও মামলার বাদীর মা শাহনাজ রহমান, ট্রান্সকম গ্রুপের আইন কর্মকর্তা মো. ফখরুজ্জামান ভূইয়া, গ্রুপের পরিচালক (অর্থ) কামরুল হাসান ও আব্দুল্লাহ আল মামুন।
মামলার বাদী শাযরেহ হক (আরশাদ ওয়ালিউরের ছোট বোন) চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করবেন বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১০ নভেম্বর তদন্ত শেষে আসামিদের অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। পরে ২০ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ পাঁচজনকে অব্যাহতি দেন।
এই আদেশ চ্যালেঞ্জ করে মামলার বাদী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন করেন। আজ শুনানি শেষে আদালত এ মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীকে নারাজি দাখিলের নির্দেশ দেন।
২০২৪ সালের ২২ মার্চ আরশাদ ওয়ালিউর রহমানের মৃত্যুর ঘটনায় তাঁর বড় বোন ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেন শাযরেহ হক।
মামলায় শাযরেহ হক অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে ওয়ারিশদের বঞ্চিত করার উদ্দেশ্যে আরশাদ ওয়ালিউর রহমানকে কৌশলে বিষপ্রয়োগ বা শ্বাসরোধে হত্যা করা হয়। ২০২৩ সালের ১৬ জুন রাজধানীর গুলশানের বাসায় নিজের শোয়ার ঘরে মৃত অবস্থায় আরশাদ ওয়ালিউরকে পাওয়া যায়।
তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর গত বছরের ২৪ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত আরশাদ ওয়ালিউরের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করতে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন।
বিআলো/শিলি