আর্জেন্টিনার গ্রুপ ‘সহজ নয়’, সতর্ক করলেন স্কালোনি
আর্ন্তজাতিক ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ড্র-তে অনুকূল প্রতিপক্ষ পেলেও প্রতিযোগিতাকে হালকাভাবে নিতে রাজি নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
গ্রুপ জে-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। স্কালোনির সতর্ক বার্তা- ‘বিশ্বকাপে সহজ ম্যাচ বলে কিছু নেই।’
ড্র অনুষ্ঠানে হাতে ট্রফি নিয়ে প্রবেশ করে স্কালোনি বলেন, কাতার বিশ্বকাপের মতোই লড়াকু মানসিকতা ধরে রাখতে হবে। বল দখল হারানোর সুযোগ যেন না হয়।
দ্বিতীয় রাউন্ডে তাদের অপেক্ষা করছে গ্রুপ এইচ- এর যেকোনো দল- স্পেন, উরুগুয়ে, সৌদি আরব বা কেপ ভার্দে। স্কালোনি বলেন, ক্রসওভার পর্ব কঠিন হতে পারে, কিন্তু তার আগে নিজেরাই গ্রুপ পর্ব উৎরানো জরুরি।
তিনি আলজেরিয়ার শক্তিশালী স্কোয়াড, অস্ট্রিয়ার দুর্দান্ত বাছাইপর্ব এবং জর্ডানের অজানা সক্ষমতার কথা তুলে ধরে সতর্ক করেন সবাইকে।
কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের স্মৃতি টেনে স্কালোনি মনে করিয়ে দেন, অবহেলা করলে শাস্তি পেতে হয়। এবারে তাই প্রতিটি ম্যাচই ‘লড়াই করে জিততে হবে’।
বিআলো/শিলি



