আর্জেন্টিনা স্কোয়াডে বড় ধাক্কা, তিন তারকা বাদ
স্পোর্টস ডেস্ক: আসন্ন অ্যাঙ্গোলা ম্যাচের আগে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলো। নির্ধারিত সময়ের মধ্যে হলুদ জ্বরের টিকা সংক্রান্ত কাগজপত্র জমা না দেওয়ায় স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমেওনকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, টিকার প্রয়োজনীয় কাগজপত্র না জমানোই তিনজন খেলোয়াড়কে জাতীয় দলে জায়গা না পাওয়ার মূল কারণ।
এর আগে হাঁটুর চোটে ডিফেন্ডার এনজো ফার্নান্দেজ দলে থাকতে পারেননি।
তিনজন খেলোয়াড়ের বদলে দলে সুযোগ পেয়েছেন দুই ডিফেন্ডার কেভিন ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্টিনেজ।
এছাড়া নতুন সংযোজন হিসেবে রয়েছেন উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া।
ধারণা করা হচ্ছে, কেভিন ম্যাক অ্যালিস্টার জাতীয় দলের জার্সিতে অ্যাঙ্গোলার বিপক্ষে অভিষেক ম্যাচ খেলবেন, আর লিসান্দ্রো মার্টিনেজ মূল ম্যাচে না খেললেও অনুশীলনে অংশ নেবেন।
আর্জেন্টিনার এই বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর, প্রতিপক্ষ অ্যাঙ্গোলা। এর পর দলের বাকি সময় অনুশীলন ক্যাম্পে কাটবে, এবং পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে মার্চে ফিনালিসিমা পর্যন্ত।
বিআলো/শিলি



