আলতাফ হোসেন চৌধুরীকে জেলা ওলামা দলের ফুলের শুভেচ্ছা
আবুল কালাম আজাদ মির্জাগঞ্জ (পটুয়াখালী): বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়ায় পটুয়াখালী জেলা ওলামা দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সোমবার ( ৩ নভেম্বর) আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীর বাড়ীতে জেলা ওলামা দলের নেতা মাওলানা আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ফুল দিয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় আলতাফ হোসেন চৌধুরী ওলামা দলের সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করার পরামর্শ প্রদান করেন।
শুভেচ্ছা অনুষ্ঠানে পৌর ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, জেলা ওলামা দলের নেতা মাওলানা আবু জাফর, দুমকী উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা শাহ জালাল, এবং পটুয়াখালী জেলা, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা ওলামা দলের নেতৃবৃন্দসহ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



