আলিগড়ে বন্দুকধারীদের গুলিতে নিহত মুসলিম শিক্ষক
আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বৃত্তদের গুলিতে এক মুসলিম শিক্ষক নিহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবিকে ইউনিয়ন হাই স্কুলের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক রাও দানিশ আলিকে গুলি করে হত্যা করা হয়।
এনডিটিভির খবরে বলা হয়েছে, রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে একটি স্কুটারে থাকা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে অন্তত তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলির আগে একজন হামলাকারী দানিশ আলিকে উদ্দেশ করে হুমকিমূলক কথা বলেন।
মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দানিশ আলিকে দ্রুত জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলি জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
এই হত্যাকাণ্ডের ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিআলো/শিলি



