• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আল্লামা শাহ সুফি খাজা ছাইফুদ্দীন (র.) জামে মসজিদের উদ্যোগে সুন্নি ইসলামি সুফি সম্মেলন 

     dailybangla 
    13th Apr 2025 12:55 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আল্লামা শাহ সুফি খাজা ছাইফুদ্দীন (র.)-জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে সুন্নি ইসলামি সুফি সম্মেলন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বড়ডাংরী গ্রামে লালকুঠি পাক দরবার শরীফের গদিনসিন পীর, হজরত মাও. শাহ সুফি খাজা সুজাউদ্দৌলা শম্ভুগঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    সভাপতির বক্তব্যে তিনি বলেন, আল্লাহ পরম ক্ষমাশীল ও অতীব দয়াবান। এজন্য আমাদের দৈনন্দিন জীবনের প্রতিক্ষণে তাওবা ও ইস্তেগফারের মাধ্যমে এবং ইয়া আল্লাহু, ইয়া রাহমানু, ইয়া রহিমু, ইয়ারাহমাতাল্লিল আলামীন-এ জিকিরের মাধ্যমে আল্লাহর রহমত ও বরকত হাসিলের চেষ্টা করা। যাতে আমরা ইহাকলীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করতে পারি।

    প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সুফিতত্ত্ববিদ ও স্থপতি, পীরজাদা শাহ সুফি খাজা মুহাম্মদ আলাউল হক অলি বলেন, একজন পীর হচ্ছে, আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জনের পথনির্দেশক মাত্র। তবে, হক্ব-হালাল জীবনযাপন, দৈনন্দিন ইবাদাত, পাঞ্জেগানা নামাজ, তরিক্বার অজিফা, তাহাজ্জুদ ও নফল ইবাদাতের মাধ্যমে একজন মানুষ আল্লাহর প্রিয় বান্দার পদ-মর‍্যাদা হাসিল করতে পারে। সঞ্চালক ছিলেন ইসলামি সংগীত শিল্পী, গোলাম মাওলা হিরণপুরী। স্বাগত বক্তব্য রাখেন, মুহাম্মদ দুলাল ভুইয়া। আলোচক ছিলেন, মাও. নবী হোসেন ও মাও. হাসমত উল্লাহ মুজাদ্দেদি। মরমি সংগীত পরিবেশন করেন, গোলাম মাওলা মাদারগঞ্জী, গোলাম কিবরিয়া, রুহুল কুদ্দুস। অনুষ্ঠানে কর্মসূচির মধ্যে ছিল, কুরআন তেলাওয়াত, হামদ ও নাতে রসূল পরিবেশন, আলোচনা, হাফেজদের পাগড়ি পরিধান, জিকির-আজকার, মিলাদ ও ক্বিয়াম, তাবারুক বিতরণ, দোয়া ও মুনাজাত।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930