আল্লাহকে স্মরণের সেরা উপায়: জিকির
বিআলো ডেস্ক: আল্লাহর স্মরণে মেলে আত্মার শান্তি, হৃদয়ে জাগে প্রশান্তির ঢেউ। জিকির হচ্ছে সব ইবাদতের প্রাণ, যা মুমিনের অন্তরে আলোক ছড়ায়। যখন বান্দা আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহও তাকে স্মরণ করেন।
হজরত আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ ﷺ সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতেন। তাঁর উম্মত হিসেবে আমাদেরও উচিত সর্বক্ষণ জিকিরে মগ্ন থাকা।
আল্লাহ তাআলা কোরআনে বলেন—
“তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ করব। আর কৃতজ্ঞতা প্রকাশ কর, অকৃতজ্ঞ হয়ো না।” (সুরা বাকারা: ১৫২)
অতএব, যখন আমরা জিকির করি তখন মনে রাখতে হবে, আল্লাহ তাআলাও আমাদের স্মরণ করছেন। এতে জিকিরের আনন্দ ও মিষ্টতা বহুগুণ বেড়ে যায়।
জিকিরের প্রভাবের উদাহরণ—
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ ﷺ একটি গাছের ডাল ঝাঁকিয়ে দেখালেন। প্রথমে কোনো পাতা পড়ল না, দ্বিতীয়বারও না। কিন্তু তৃতীয়বার ঝাঁকানোর পর অসংখ্য পাতা ঝরে গেল। নবীজি ﷺ বললেন—
“যেভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা হয়; ঠিক সেভাবেই বান্দার গুনাহ ঝরে যায়, যেমন গাছ শীতকালে পাতা ঝরায়।”
(মুসনাদে আহমাদ, হাদিস: ১২৫৩৪)
প্রিয় চারটি জিকির—
১. سُبْحَانَ اللَّهِ (সুবহানাল্লাহ) — আল্লাহ অতি পবিত্র।
২. اَلْحَمْدُ لِلَّهِ (আলহামদুলিল্লাহ) — সব প্রশংসা আল্লাহর জন্য।
৩. لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ (লা ইলাহা ইল্লাল্লাহু) — আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই।
৪. وَاللَّهُ أَكْبَرُ (ওয়াল্লাহু আকবার) — তিনি অতি মহান।
বিআলো/শিলি