• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘জিম্মি’ ট্রেলারে নজর কাড়লেন জয়া আহসান 

     dailybangla 
    23rd Mar 2025 12:55 am  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে ২২ মার্চ সন্ধ্যা ৭টায় মুক্তি দেয়া হয়েছে আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’-এর ট্রেলার। এতে রুনা লায়লা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

    হিসাবহীন টাকার মধ্যে শুয়ে আছেন রুনা লায়লা। ছুটছেনও টাকার জন্য। সেই সাথে তার জীবনে ঘটে যাচ্ছে নানান ঘটনা। সাধারণ সরকারী চাকরিজীবী এই রুনার জীবন ধীরে ধীরে বদলাতে থাকে। এমনই এক ঘটনার প্রবাহ দেখানো হয়েছে আড়াই মিনিটের ট্রেলার জুড়ে।

    ‘মহানগর’ ও ‘সাবরিনা’ দিয়েই নির্মাতা আশফাক নিপুন তার মুন্সিয়ানা দেখিয়েছন। এবার আসছেন দর্শককে ‘জিম্মি’ করতে।

    ট্রেলার মুক্তির পর নিপুন বলেন, ‘আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি তারা ট্রেলারটা পছন্দ করেছেন। পুরো টিম মিলে আমরা চেষ্টা করেছি ‘জিম্মি’র মাধ্যমে নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দর্শকে দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।’

    রুনা লায়লা চরিত্রে অভিনয় নিয়ে জয়া আহসান বলেন, ‘আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই পরিমাণ চ্যালেঞ্জ ছিল। আর আমি সব সময় ডিরেক্টরস আর্টিস্ট। নিপুণের সাথে এটা আমার প্রথম কাজ, তাও আবার সিরিজ; তো নিপুণ যেভাবে, যা যা বলেছে আমি তাই তাই করেছি। সেটার প্রতিফলন সবাই ট্রেলারে কিছুটা দেখতে পেয়েছেন নিশ্চয়। বাকিটা এখন আমার দর্শকের ওপর, তারা বলবে রুনাকে তাদের কেমন লেগেছে।’

    ‘জিম্মি’-তে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে ইরেশ যাকের-কে। তিনি বলেন, ‘জিম্মি-তে আমার চরিত্রটা বেশ মজার। আগেই কিছু বলতে চাই না। দর্শক পুরো সিরিজ দেখে বুঝতে পারবে নিশ্চয়। আর আমার চরিত্রে যিনি কারিগর অর্থাৎ পরিচালক নিপুণ, তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তিনি প্রতিটা চরিত্র এমন দুর্দান্ত করে বুনে যে দর্শকের মনে সেটা দাগ কাটতে বাধ্য।’

    বেশ গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে শাহরিয়ার নাজিম জয়কে। জিম্মিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানিয়ে জয় বলেন, ‘পরিচালক নিপুণের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো; যে তিনি আমাকে এমন একটা চরিত্রে চিন্তা করেছেন। জিম্মি তে আমার চরিত্রটা, আমার ক্যারিয়ারে করা অন্যতম চমৎকার একটা চরিত্র। সেই সাথে সহশিল্পী জয়া আহসান, ইরেশ যাকের সহ অনেকেই কাজটাকে আমার জন্য সহজ ও স্মরণীয় করেছেন।’

    ঈদ উপলক্ষে আগামী ২৮ মার্চ হইচই-তে মুক্তি পাচ্ছে ‘জিম্মি’।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031