• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আশ্বাসের ৯ মাস পেরোল, বাস্তবায়ন শূন্য: কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

     অনলাইন ডেক্স 
    22nd Dec 2025 7:10 pm  |  অনলাইন সংস্করণ

    সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: কৃষি উপদেষ্টার দেওয়া আশ্বাসের দীর্ঘ নয় মাস অতিবাহিত হলেও কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের আট দফা দাবি বাস্তবায়নে সরকারের কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধসহ অবস্থান কর্মসূচি পালন করেন।

    সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১১টা ৩০ মিনিট পর্যন্ত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দোতরা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সামনে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। এতে মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।

    প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ চলার পর গোলড়া হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে বিক্ষোভ মিছিল করে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।

    এ সময় আন্দোলনস্থলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে অবস্থান কর্মসূচি পালন করেন।
    “আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”,
    “একশন টু একশন, ডাইরেক্ট একশন”,
    “এটিআই-এর একশন, ডাইরেক্ট একশন”—
    এমন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

    আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, পেশাগত মর্যাদা এবং সরকারি চাকরিতে দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দাবি আদায়ে বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বলে তারা দাবি করেন।

    তারা আরও বলেন, আট দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না এলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031