• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আসছে মানবাকৃতির রোবট 

     dailybangla 
    24th Jun 2025 6:12 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: মানবাকৃতির রোবট ব্যবহারের মাধ্যমে এআই সার্ভার উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে তাইওয়ানের প্রযুক্তি জায়ান্ট ফক্সকন এবং মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া।

    রয়টার্সের খবরে জানানো হয়, হিউস্টনে ফক্সকনের নতুন কারখানায় এ হিউম্যানয়েড রোবটগুলো ব্যবহার করা হতে পারে। দুই কোম্পানির যৌথ উদ্যোগে নির্মিত রোবটগুলো পণ্য ওঠানো, জায়গামতো স্থাপন, সংযোজন এবং কেব্ল সংযোগের মতো কাজ করতে পারবে।

    ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ‘জিবি ৩০০’ এআই সার্ভার উৎপাদনের সময়ের মধ্যেই রোবটগুলো প্রস্তুত করতে চায় প্রতিষ্ঠান দুটি। ফক্সকনের রোবটিকস ইউনিটের জেনারেল ম্যানেজার লিও গুও জানিয়েছেন, আসন্ন নভেম্বরের প্রযুক্তি প্রদর্শনীতে দুই ধরনের হিউম্যানয়েড রোবট প্রদর্শন করা হবে-একটি পায়ে হাঁটার এবং অন্যটি চাকার ওপর চলা স্বয়ংক্রিয় রোবট। চাকার রোবট তুলনামূলকভাবে কম খরচে কার্যকরী হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

    এনভিডিয়া দীর্ঘদিন ধরেই হিউম্যানয়েড রোবট নির্মাতাদের সফটওয়্যার ও হার্ডওয়্যার প্ল্যাটফর্ম সরবরাহ করে আসছে। এ প্রকল্প তাদের রোবটিকস খাতে অবস্থানকে আরও শক্ত করবে।

    বিশেষজ্ঞদের মতে, আগামী পাঁচ বছরে শিল্প কারখানায় হিউম্যানয়েড রোবটের ব্যাপক ব্যবহার শুরু হবে, যা উৎপাদনশীলতায় এক নতুন যুগের সূচনা করবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930