• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যের বার্তা দিলেন তারেক রহমান 

     dailybangla 
    27th Oct 2025 1:16 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন- দলের সিদ্ধান্তই চূড়ান্ত; যাকে মনোনয়ন দেওয়া হবে, সবাইকে তার পক্ষে কাজ করতে হবে।

    রোববার (২৬ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করেন তিনি।

    সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন।

    দলের নীতিনির্ধারকদের বক্তব্যে মনোনয়নপ্রত্যাশীদের সতর্ক করে বলা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তারা বলেন, “সবাইকে শৃঙ্খলা বজায় রেখে দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে- এটাই এখন সবচেয়ে জরুরি।”

    শেষপর্যায়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, “আসন্ন নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা দিক বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাই করা হবে। বিএনপির প্রকৃত কর্মী কখনো দলকে ভাঙবে না। যাকে মনোনয়ন দেওয়া হবে, তার সঙ্গে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-তা না হলে দেশ ও জাতির ক্ষতি হবে।”

    তিনি আরও বলেন, প্রার্থী ঘোষণার পর প্রত্যেককে নিজের এলাকায় গিয়ে স্থানীয় সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে কাজ শুরু করতে হবে। “স্থানীয় পর্যায়ের সহযোগিতা ছাড়া নির্বাচনে সাফল্য পাওয়া কঠিন হবে,” -বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

    তারেক রহমানের বার্তা ছিল স্পষ্ট- মনোনয়নপ্রত্যাশীরা নিজেদের মধ্যে বিভক্ত না হয়ে দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন; দলের স্বার্থই সর্বাগ্রে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031