• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবীতে চাঁদপুরে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের মানববন্ধন 

     dailybangla 
    10th Aug 2025 7:10 pm  |  অনলাইন সংস্করণ

    চাঁদপুর প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবীতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

    রোববার (১০ আগস্ট) সকাল ১০ টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি আল ইমরান শোভন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি একে আজাদ, সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল, সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কেএম মাসুদ, প্রতিষ্ঠাতা সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সজিব খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান গাজী, কোষাধ্যক্ষ শেখ আল মামুন, দপ্তর সম্পাদক মানিক দাস, ক্রীড়া সম্পাদক গাজী মোঃ ইমাম হাসান, কার্যকরী সদস্য অভিজিত রায়, মিজানুর রহমান লিটন, সাধারণ সদস্য জামাল আখন্দ, আশিক বিন রহিম, মোসাদ্দেক আল আকিব।

    এ সময় বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি বাদল মজুমদার, দৈনিক চাঁদপুর কন্ঠের সিনিয়র সাংবাদিক সেলিম রেজা, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সদস্য ফাহিম শাহরিণ কৌশিক, সাংবাদিক মাসুদ রানা, সুজন আহমেদ, সাদ্দাম হোসেন, সবুজ গাজীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, আমরা যারা সাংবাদিকতা করছি, আপনি আমি কেউ নিরাপদে নেই, আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। আজকে গাজীপুরে আমাদের সহকর্মী তুহিনকে হত্যা করা হয়েছে, আগামীকাল চাঁদপুরেও যে কোন সাংবাদিক ভাইয়ের উপর হামলার ঘটনা ঘটতে পারে। তাই আমাদের ঐক্যের প্রয়োজন। যে কোন পরিস্থিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া যারা তুহিন কে হত্যা করেছে তাদের দ্রুত বিচারের দাবি জানাই।

    তারা আরোও বলেন, তুহিন অন্যায় করেনি, সে তার দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হয়েছে। সাগর রুনির হত্যার ১৩ বছর অতিবাহিত হলেও এখনো বিচার কার্য আজও হয়নি। ১১৯ বার পেছানো হয়েছে মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930