আহাম্মদ হোসেন তালুকদারের ওপর হামলার প্রতিবাদে দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক, সাবেক সফল চেয়ারম্যান আহাম্মদ হোসেন তালুকদারের ওপর পরিকল্পিত হামলার প্রতিবাদে গোয়ালমারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে গোয়ালমারী বাজারে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
প্রসঙ্গত, গত ৩ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গোয়ালমারী ইউনিয়ন বিএনপির কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় সদ্যঘোষিত কমিটির সদস্য এবং বহিষ্কৃত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের সমর্থকরা তালুকদারের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিক্ষোভ সভায় আহাম্মদ হোসেন তালুকদার বলেন, “এই হামলা শুধু আমার ওপর নয়, এটা গণতন্ত্রের ওপর হামলা। রাজনীতির ভাষায় মোকাবিলা করতে না পেরে অস্ত্রের ভাষায় আমাদের কণ্ঠরোধের চেষ্টা চলছে।”
সভায় বক্তব্য রাখেন গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন রেনু মুন্সি, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুবদল নেতা রোমান খন্দকার, ছাত্রদল নেতা মহাসিন ভূঁইয়া, শ্রমিক দল নেতা মুকুল শিকদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বহু নেতৃবৃন্দ।
বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা আরও জানান, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।
প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদ মৌলবী, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন তালুকদার, বিএনপি নেতা শাহাদাত হোসেন তালুকদারসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিআলো/তুরাগ