আ.লীগের বক্তব্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চলছে: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ জনগণকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সহিংসতা চালাতে চায় বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নিতে হবে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে জানিয়ে প্রেস সচিব বলেন, সারা দেশে ইতোমধ্যেই নির্বাচনের আমেজ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, মানুষ সুশাসন চায়, তবে তা একদিনে সম্ভব নয়। সংস্কার প্রক্রিয়া ধীরে ধীরে সংলাপের মাধ্যমে এগিয়ে নিতে হবে।
প্রযুক্তি ও কর্মসংস্থান প্রসঙ্গে শফিকুল আলম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইতোমধ্যে শ্রমবাজারে প্রভাব ফেলেছে। তাই কর্মসংস্থান সৃষ্টি পরবর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।
রেল খাতে পাঁচ বিলিয়ন ডলারের বিনিয়োগের কথাও জানান তিনি, যা দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হচ্ছে।
বিআলো/শিলি



