আ.লীগ ও জামায়াত মানবতাবিরোধী অপরাধে জড়িত- এলডিপি মহাসচিব
নিজস্ব প্রতিবেদক: লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, আওয়ামী লীগ ও জামায়তে ইসলামী দু’ই মানবতাবিরোধী অপরাধে জড়িত।
মঙ্গলবার কুমিল্লা চান্দিনার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজে উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াত নিরীহ মানুষ ও মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে, নারী নির্যাতনে সহায়তা করেছে এবং স্বাধীনতার বিরোধিতা করেছে। অপরাধের বিচার না হওয়া পর্যন্ত ক্ষমা গ্রহণ হবে না।
ড. রেদোয়ান অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে কোটাবিরোধী আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে জনগণের আবেগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে জামায়াত।
তিনি আগামী নির্বাচনে কুমিল্লা-৭ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হবেন এবং এলডিপির প্রতীক ‘ছাতা’ মার্কায় ভোট চান। সম্মেলনে নতুন ১৫১ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
বিআলো/শিলি



