আ.লীগ নেতার মারধরের বিচার না পেয়ে বিএনপির কর্মীর বিষপান
এস এম শিমুল রানা, মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের রবিশাট গ্রামে আওয়ামী লীগ নেতার মারধরের বিচার না পেয়ে বাহারুল ইসলাম (৩৮) নামে এক বিএনপি কর্মী বিষপান করেছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় তিনি নিজ বাড়িতে বিষপান করেন। গুরুতর অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাগুরা-১ আসনের বিএনপির মনোনয়নপ্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মনোয়ার হোসেন খানকে স্বাগত জানাতে শ্রীপুর ওয়াপদা বাজারে বাহারুলসহ কয়েকজন অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মিন্টুর অনুসারীরা বাহারুলকে দল না করার কারণে মারধর করেন। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এ ঘটনার বিচার না পেয়ে ক্ষোভে বাহারুল বিষপান করেন।
বাহারুলের স্বজন মো. আবু সুফিয়ান বিশ্বাস বলেন, *“আমরা ওয়াপদা বাজারে বসেছিলাম। তখন লিটন এসে বলে—‘তোমরা মিন্টুর দলে চলে আসো।’ আমরা রাজি না হওয়ায় তারা হুমকি দেয়, আগের মতো মারধর করবে। এর কিছুক্ষণের মধ্যেই বাহারুলকে মারধর করা হয়। পরে বিচার না পেয়ে সে বিষ খায়।”
শ্রীপুর উপজেলা যুবদলের সভাপতি মো. জিয়াউল হক ফরিদ বলেন, *“বাহারুল ফোনে জানিয়েছিল বাবলু, মিজান, সাজ্জাদ ও অন্যরা তাকে মারধর করেছে। বাবলু বলেছিল, ‘মনোয়ার খান মনোনয়ন পেলে তোকে মারবো।’ জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিচার না পেয়ে সে ক্ষোভে বিষপান করেছে।”*
স্থানীয়রা জানান, বাবলু, মিজান, সাজ্জাদ ও আয়েবসহ কয়েকজন এক সময় আওয়ামী লীগ নেতা সংগ্রামের অনুসারী ছিলেন। পরবর্তীতে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন।
এ ঘটনায় শ্রীকোল ইউনিয়ন বিএনপির নেতারা দ্রুত তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, “এ ধরনের কোনো অভিযোগ এখনো থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
বিআলো/ইমরান



