• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আ.লীগ ফ্যাসিবাদী চরিত্র ত্যাগ করতে পারেনি: জামায়াত আমির 

     dailybangla 
    09th Nov 2024 11:59 pm  |  অনলাইন সংস্করণ

    নিউজ ডেস্ক: বিদেশে সফররত অন্তর্বর্তীকালীন দুই উপদেষ্টার সঙ্গে যে আচরণ আওয়ামী লীগ করেছে তাকে ফ্যাসিবাদের চরিত্র উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, তারা তাদের ফ্যাসিবাদী চরিত্র থেকে এখনো বের হতে পারেনি।

    গত শুক্রবার ফেসবুকে এক পোস্টে আসিফ নজরুলের সঙ্গে ঘটে যাওয়ার ঘটনার নিন্দা জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সুইজারল্যান্ডে অন্তর্বরর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও প্যারিসে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে অনুরূপ যে আচরণ হয়েছে তাতে প্রমাণ হয়, আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী চরিত্র ত্যাগ করতে পারেনি। তিনি আর লিখেছেন, স্বতঃসিদ্ধ কথা- ‘কয়লা ধুইলে ময়লা যায় না’।

    নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন কমিশনসহ সব সেক্টর দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করবেন না। এই কালক্ষেপণ জনগন মেনে নেবে না। একইসঙ্গে চাঁদাবাজ, স্বৈরাচার, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের আগামীতে ভোট না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

    শনিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকায় দারুল আমান একাডেমির হলরুমে জেলা জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। বিকেলে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য রাখার কথা রয়েছে।

    দেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে উল্লেখ করে ডা. সৈয়দ আবদুল্লাহ বলেন, গত ১৫ বছর ধরে অনেক নির্যাতন, হামলা-মামলা, গুম- খুন ও নিপীড়নের শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। কিন্তু এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। কোনো ষড়যন্ত্রের কাছে দেশের গণতন্ত্রকে ব্যাহত হতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করা হবে।

    লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এসময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, জেলা ছাত্রশিবিরের সভাপতি মনির হোসেন, শহর সভাপতি আরমান হোসেন পাটওয়ারী, সেক্রেটারি ফরিদ উদ্দিন প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930