ইউএনওকে বিদায় সংবর্ধনা দিলেন প্রেসক্লাব মহাম্মদপুর
মোঃ শফিকুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা): মহাম্মদপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব শাহিন আক্তারকে বিদায় সংবর্ধনা দিয়েছেন প্রেসক্লাব মহাম্মদপুরের সকল সাংবাদিকবৃন্দ।
আজ (২৩ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাব মহাম্মদপুরের কনফারেন্স রুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব মহাম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
বিদায় সংবর্ধনায় মহাম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহিনুর আক্তার বলেন, “নয় মাসেরও বেশি সময় ধরে আমি এই উপজেলায় নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেছি। এখন আমার বদলি হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, কর্মকর্তাকে যেখানে নিয়োগ দেওয়া হয়, তাকে সেখানেই যেতে হয়। তবে আমি মহাম্মদপুরের মানুষের সঙ্গে কাজ করতে পেরে অনেক খুশি। কাজ করার সময় ভুল-ত্রুটি হতেই পারে। একজন দায়িত্ববান কর্মকর্তা হিসেবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। যেখানে সম্ভব হয়নি, সেখানে অবশ্যই চেষ্টা করেছি। আমার জন্য দোয়া করবেন যাতে আমি নতুন কর্মস্থলেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব মহাম্মদপুরের সিনিয়র সাংবাদিক এস.আর.এ. হান্নান।
বিআলো/শিলি



