ইউএনওকে রক্ষায় সচিবের আইন ভঙ্গ, আদালতের রুলে ত্রাণ মন্ত্রণালয়ে তোলপাড়
আইন মানেননি সচিব!”
আদালত অবমাননার দায়ে ত্রাণ সচিবের বিরুদ্ধে রুল জারি
“একজন পিআইওর ন্যায়বিচারের লড়াইয়ে কাঁপছে সচিবালয়!”
আইনের ঊর্ধ্বে কেউ নয়! আদালতের স্থগিতাদেশ অমান্য করে ইউএনওকে রক্ষা করতে গিয়ে এবার নিজেই আদালতের রুলের মুখে ত্রাণ সচিব মোস্তাফিজুর রহমান!
ইবনে ফরহাদ তুরাগঃ আইনের ঊর্ধ্বে কেউ নয়— কিন্তু প্রশাসনের শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তার আচরণে বারবার সেই নীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে। আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে এক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)কে বদলি ও বরখাস্ত করার ঘটনায় এবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান ও উপসচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালত অবমাননার (Contempt of Court) রুল জারি করেছেন হাইকোর্ট।
জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে টিআর/কাবিটা প্রকল্পের আওতায় বরাদ্দ পাওয়া অর্থের প্রথম কিস্তি পিআইও সরকারি পরিপত্র অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে সংশ্লিষ্ট প্রকল্প সভাপতির অনুকূলে অগ্রিম প্রদান করেন।
কিন্তু মাঠ পর্যায়ে কাজ যাচাই করতে গিয়ে তিনি দেখেন, যেসব প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, সেগুলোর কাজ আসলে পূর্বেই অন্য দপ্তরের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। এতে সন্দেহ হলে তিনি প্রকল্প সভাপতিদের সঙ্গে যোগাযোগ করেন।
‘ইউএনওর তেলেসমাতি’তে কাজ ছাড়াই বিল উত্তোলন
প্রকল্প সভাপতি লিখিতভাবে স্বীকার করেন, তারা প্রকল্পের কোনো কাজ করেননি। তাদের ভাষায়— ইউএনওর “তেলেসমাতি”র কারণে উপজেলা পরিষদের টিআর বরাদ্দের ২০ শতাংশ রিজার্ভ অংশ থেকে নলকূপ প্রকল্প গ্রহণ করা হয়, যা মূলত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজ ছিল।
অভিযোগ, ইউএনও নিজের প্রভাব খাটিয়ে প্রকল্প সভাপতির নাম ব্যবহার করে এসব প্রকল্পের কাজ বাস্তবায়ন দেখিয়ে বিল উত্তোলন করেন
অনিয়ম ঢাকতে পিআইওকে বলির পাঁঠা বানানো হয়
ঘটনা প্রকাশ পেলে ইউএনও নিজের দায় এড়াতে সদ্য যোগ দেওয়া পিআইওকে বদলির উদ্যোগ নেন। শেষ পর্যন্ত ত্রাণ সচিব মোস্তাফিজুর রহমান ও উপসচিব জাহাঙ্গীর আলমের মাধ্যমে ওই বদলি ও সাময়িক বরখাস্তের আদেশ জারি হয়। দলির আদেশকে পিআইও আদালতে চ্যালেঞ্জ করলে হাইকোর্ট আদেশ স্থগিত করে পূর্বের দায়িত্বে বহাল রাখার নির্দেশ দেন।
কোর্টের আদেশ অমান্য করে সচিবের অবস্থান বহাল
আদালতের নির্দেশের পরও ত্রাণ সচিব ও উপসচিব আদেশ বাস্তবায়ন না করে বরখাস্ত বহাল রাখেন। আদালতের স্থগিতাদেশ অমান্য করার এই ঘটনায় হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে বলেন— “সচিব পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য। প্রশাসনিক দায়িত্ব পালনের আগে আইন মানা তাদের বাধ্যবাধকতা।”
রুল জারি ও ব্যাখ্যা তলব
হাইকোর্ট সচিব মোস্তাফিজুর রহমান ও উপসচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করে রুল জারি করেছে। কেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না— তা সাত দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
প্রশাসনে আলোচনার ঝড়
এই রুল জারির ঘটনায় প্রশাসনের অভ্যন্তরে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, মাঠ পর্যায়ের একটি অনিয়ম ঢাকতে সচিব পর্যায় পর্যন্ত কর্মকর্তাদের আইন অমান্য করা প্রশাসনিক সংস্কৃতির জন্য বিপজ্জনক দৃষ্টান্ত।
একজন অবসরপ্রাপ্ত সচিব বলেন— “আদালতের নির্দেশ অমান্য করা শুধু দায়িত্বজ্ঞানহীনতা নয়, এটি শপথ ভঙ্গেরও শামিল। প্রশাসনের নৈতিকতা রক্ষায় এমন ঘটনা দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন।”
ন্যায়বিচারের সংগ্রামে এক কর্মকর্তার প্রতিরোধ
পিআইওর ন্যায়বিচার চাওয়ার আবেদন প্রশাসনের ভেতরে নৈতিক সাহসের দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। একজন নিম্নপর্যায়ের সরকারি কর্মকর্তা যেভাবে সচিব পর্যায়ের অনিয়মের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন— তা সরকারি ব্যবস্থাপনায় একটি সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রসঙ্গত, আইনের ঊর্ধ্বে কেউ নয়! আদালতের স্থগিতাদেশ অমান্য করে ইউএনওকে রক্ষা করতে গিয়ে এবার নিজেই আদালতের রুলের মুখে ত্রাণ সচিব মোস্তাফিজুর রহমান। ত্রাণ সচিবের বিরুদ্ধে আদালতের রুল প্রশাসনিক জবাবদিহি ও আইনের শাসনের প্রশ্নে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আদালতের এই পদক্ষেপ প্রমাণ করেছে— আইন ও ন্যায়ের সামনে কেউই অপরাধমুক্ত নয়।
বিআলো/তুরাগ







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
