ইউক্রেনে রাশিয়ার নতুন দখল
dailybangla
09th Oct 2025 8:44 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের প্রায় চার বছর পরও কৌশলগত উদ্যোগ নিজেদের হাতে রেখেছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গে জন্মদিনে শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি জানান, চলতি বছরই ইউক্রেনে প্রায় ৫,০০০ বর্গকিলোমিটার ভূমি দখল করেছে রুশ বাহিনী।
পুতিন বলেন, এ পর্যন্ত রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। যদিও কিয়েভ দাবি করছে, তাদের সেনারা কিছু অঞ্চলে অগ্রগতি অর্জন করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফ্রন্টলাইনে আরও দুটি গ্রাম দখল করেছে মস্কোর সেনারা। ইউক্রেনীয় সেনারা প্রতিরোধ চালিয়ে গেলেও ডোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খারকিভ অঞ্চলে রাশিয়ার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
বিআলো/শিলি