ইউনিকো হাসপাতালে অ্যান্টিনেটাল কেয়ার প্যাকেজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: গর্ভবতী মা ও নবজাতকের জন্য নিরাপদ, স্বয়ংসম্পূর্ণ ও সহানুভূতিশীল প্রসবচিকিৎসা নিশ্চিত করতে ইউনিকো হাসপাতালে অ্যান্টিনেটাল কেয়ার প্যাকেজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) ইউনিকো হাসপাতালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।
এই অ্যান্টিনেটাল কেয়ার প্যাকেজের আওতায় গর্ভধারণের শুরু থেকে প্রসব-পরবর্তী সময় পর্যন্ত অন্তঃসত্ত্বা মায়েদের ধারাবাহিক ও সমন্বিত স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। প্যাকেজে নিয়মিত অ্যান্টিনেটাল চেকআপের পাশাপাশি দম্পতিদের জন্য শিক্ষামূলক সেশন, গর্ভকালীন ও প্রসবকালীন ব্যায়াম, প্রসবব্যথা ব্যবস্থাপনা, প্রসব-পরবর্তী যত্ন এবং নবজাতক পরিচর্যা বিষয়ক সঠিক দিকনির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান, চেয়ারম্যান, ওজিএসবিআই হাসপাতাল ও আইআরসিএইচ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিকো হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আর্দ্রা কুরিয়েন এবং চিফ অব মেডিক্যাল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ। এছাড়া সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা মা ও তাঁদের স্বামীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক।
ইউনিকো হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের মূল লক্ষ্য হলো নরমাল প্রসব ও VBAC (Vaginal Birth After Cesarean) প্রসবকে উৎসাহিত করা, অপ্রয়োজনীয় সিজারিয়ান ডেলিভারি কমানো এবং সর্বাধুনিক ও নিরাপদ মাতৃত্বসেবা নিশ্চিত করা।
বিআলো/ইমরান



