ইউনিভার্সেল মেডিকেল কলেজে দুইদিনব্যাপী নবজাতক ও শিশু ক্রিটিক্যাল কেয়ার কর্মশালা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ একাডেমি অফ পেডিয়াট্রিক ও নিওনেটাল ক্রিটিক্যাল কেয়ার যৌথভাবে দুইদিনব্যাপী এক বৈজ্ঞানিক কর্মশালা আয়োজন করেছে।
অডিটোরিয়ামে ২৩ ও ২৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত এই কর্মশালায় সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন। মূল আলোচনা ছিল জটিল শিশুরোগে আক্রান্ত মুমূর্ষু শিশু ও নবজাতকের আধুনিক চিকিৎসা কৌশল।
কর্মশালার ফলে মারাত্মক অসুস্থ শিশু, অপরিপক্ক নবজাতক, ডায়াবেটিক বা উচ্চ রক্তচাপে আক্রান্ত মায়েদের শিশু এবং ঝুঁকিপূর্ণ শিশুরা ট্রেনিংপ্রাপ্ত চিকিৎসকদের মাধ্যমে তাৎক্ষনিক জীবন রক্ষাকারী সেবা পাবে। আশা করা হচ্ছে, এতে দেশের শিশুমৃত্যুর হার আরও কমবে।
কর্মশালার প্রশিক্ষণ দেন দেশের স্বনামধন্য নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞরা—অধ্যাপক ডাঃ মাহফুজা শিরীণ, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মান্নান, অধ্যাপক ডাঃ মোঃ আবদুল্লাহ আল মামুন, ডা. মোঃ নুরুল আখতার হাসান বিপুল, ডাঃ আবু তালহা, ডাঃ মোহাম্মদ মশিউর রহমান রিপন, ডাঃ মোহাম্মদ আক্তার হোসেন মাসুদ, ডাঃ নুরুন নাহার সহ মোট ৯ জন বিশেষজ্ঞ। কর্মশালার সার্বিক তত্বাবধান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাঃ মোঃ মনির হোসেন, এবং সমন্বয়ের দায়িত্বে ছিলেন নার্সিং কোর্ডিনেটর ফারজানা আজাদ।
সমাপনী বক্তব্য দেন এবং সারাদেশ থেকে আগত চিকিৎসকদের “সার্টিফিকেট অব এটেনডেন্স” প্রদান করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী।
কর্মশালার সহযোগী ছিলো ফিশার এন্ড প্যাকেল হেলথকেয়ার।
বিআলো/তুরাগ



