ইউনিয়ন ব্যাংকের ডিএমডি জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা
অর্থনৈতিক ডেস্ক: ২৮ মে, ২০২৫ ইউনিয়ন ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এর শেষ কর্মদিবস উপলক্ষ্যে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ এবং মোহাম্মদ সাইফুল আলম।
আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় শফিউদ্দিন আহমেদ ও মোহাম্মদ ইকবাল এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ মোঃ জাহাঙ্গীর আলম সম্পর্কে বলেন, তাঁর ৪২ বছরের কর্মজীবনে দেশের ব্যাংকিং সেক্টরে অনেক বড় অবদান রেখেছেন। সকলেই তাঁর সুস্থ, সুন্দর ও সর্বাঙ্গীন মঙ্গলময় জীবন কামনা করেন।
বিআলো/তুরাগ