• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইউপি চেয়ারম্যানকে আটক করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি 

     dailybangla 
    15th Oct 2024 11:20 pm  |  অনলাইন সংস্করণ

    নরসিংদী প্রতিনিধি: রাস্তায় বেরিকেড সৃষ্টি করে একটি প্রাইভেটকারের মালিক ও রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু (৭০) কে জিম্মি করে চোখ বেধে ও মারধর করে এক কোটি টাকা মুক্তিপণ আদায়ের দাবিদারদের ঘটনার ১১ দিন পরও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

    জানা যায়, নরসিংদী শহরের নিজ বাড়ি থেকে তার ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে গত ৪ অক্টোবর বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব এলাকার দগরিয়া নামকস্থানে পৌছলে পিছন দিক থেকে চারটি মোটরসাইকেলে ৮ জন আরোহী প্রাইভেটকারের সামনে গিয়ে গাড়িটি আটকায়। এসময় গাড়ির ড্রাইভার গাড়িটি দাঁড় করার সাথে সাথে অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসীরা গাড়ির দরজা খুলতে ড্রাইভারকে বাধ্য করে। দরজা খোলার পর সন্ত্রাসীরা গাড়ির পিছনে দুইজন এবং সামনে সিটে একজন বসে। এর মধ্যে পিছনের দুই জন গাড়িতে থাকা আলী আহমেদ দুলুর চোখ বেধে ফেলে এবং এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে।

    এসময় তার সাথে থাকা জমির দলিলাদি, প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্র, জমির নকশা, বিল্ডিংয়ের নকশা, তিনটি ব্যংকের চেক বই এবং ৪ থেকে ৫টি খালি চেকের পাতায় স্বাক্ষর এবং ১০০ টাকার ননজুডিশিয়াল ৩টি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ৬/৭ ঘণ্টা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরাঘুরি করে রাত অনুমান ১১টার দিকে তাকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার চৈতন্যা নামক স্থানে নামিয়ে দিয়ে প্রাইভেটকারটি নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

    সন্ত্রাসীরা চলে যাবার সময় তাকে এই মর্মে হুমকি প্রদান করে যে, এ ব্যাপারে কোনো বাড়াবাড়ি বা থানা পুলিশের সাহায্য নিলে তাকেসহ গোটা পরিবারকে প্রাণে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। আলী আহমদ দুলু বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    এ ব্যাপারে আলী আহমেদ দুলুর পক্ষ থেকে নরসিংদী সদর মডেল থানায় মামলা করার জন্য গেলে পুলিশ প্রথমে মামলা নিতে নানা তালবাহানা করে। অবশেষে ঘটনার ৮ দিন পর গত ১২ অক্টোবর নরসিংদী থানা পুলিশ মামলা গ্রহণ করে।

    এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আ. গাফফার জানান, মামলার প্রধান আসামি গাড়ির ড্রাইভার হাসানকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। পুলিশ এ ব্যাপারে তৎপর রয়েছে।

    নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা এমদাদ হোসেন বলেন, আমরা মামলা গ্রহণ করেছি এবং খুব দ্রুতই আসামি ধরার চেষ্টা করছি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031