ইউরোপে বদলে যাচ্ছে গোল্ডেন ভিসার নিয়ম
আর্ন্তজাতিক ডেস্ক: ইউরোপের গোল্ডেন ভিসা কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে ২০২৫ সাল। কোথাও বন্ধ, কোথাও কঠোরতা, আবার কোথাও নতুন সুযোগ, সব মিলিয়ে বিনিয়োগকারীদের সিদ্ধান্তে এসেছে বড় মোড়।
২০২৫ সালে স্পেন তাদের গোল্ডেন ভিসা কর্মসূচি বন্ধ করে দিলে বিনিয়োগকারীদের নজর ঘুরে যায় পর্তুগাল ও গ্রিসের দিকে। তবে পর্তুগাল নাগরিকত্বের জন্য বসবাসের সময়সীমা বাড়িয়ে ১০ বছর করায় অনেকেই বিকল্প ভাবতে শুরু করেন।
এই প্রেক্ষাপটে গ্রিস নীরবে এগিয়ে আসে। তুলনামূলক কম খরচ, সহজ নাগরিকত্বের পথ এবং জীবনযাত্রার মান গ্রিসকে আকর্ষণীয় করে তুলেছে।
ইতালিও ধীরে কিন্তু স্থিরভাবে আগ্রহের কেন্দ্রে এসেছে, বিশেষ করে যুক্তরাজ্যের কর ব্যবস্থার পরিবর্তনের পর। ২০১৮ সালের তুলনায় ২০২৫ সালে ইতালির গোল্ডেন ভিসা আবেদনে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
অন্যদিকে মাল্টার গোল্ডেন পাসপোর্ট কর্মসূচিকে ইউরোপীয় আদালত বাতিল করায় এই খাতে নতুন করে বিতর্ক শুরু হয়।
ইউরোপের বাইরে বড় চমক দেয় নিউজিল্যান্ড। ইংরেজি ভাষার শর্ত তুলে নেওয়া, নতুন বিনিয়োগ প্যাকেজ এবং বাড়ি কেনার সুযোগ ফিরিয়ে এনে দেশটি আবার আলোচনায় এসেছে।
বিশেষজ্ঞদের মতে, গোল্ডেন ভিসা বন্ধ হয়ে যাবে এমন ধারণা ঠিক নয়। বরং ২০২৬ সালে এই খাতে নতুন বাস্তবতা তৈরি হবে, যেখানে গ্রিস, ইতালি ও নিউজিল্যান্ড সবচেয়ে আলোচিত গন্তব্য হয়ে উঠছে। সূত্র: ফোর্বস
বিআলো/শিলি



