• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার 

     dailybangla 
    02nd Jan 2025 7:56 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের অবস্থানের ওপর জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার প্রত্যাহার করে নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

    বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডা. নাজমুল করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ইজতেমা ময়দানে পূর্বের জারি করা বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়া হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    জিএমপি পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটারব্যাপী এলাকায় জারিকৃত আদেশসমূহ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৫টা থেকে প্রত্যাহার করা হলো।’

    প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর দুপুরে গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

    এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টঙ্গীতে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা দুইটা থেকে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইজতেমা মাঠসহ আশপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জমায়েত বা মিছিল-সমাবেশ করতে পারবেন না। কোনো ধরনের অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা এ জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবেন না।

    এতে আরও বলা হয়, কোনো প্রকার লাউড স্পিকার বা এ জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চ স্বরে শব্দ করতে পারবেন না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এর আগে ওই দিন রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন উভয় পক্ষের শতাধিক মুসল্লি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031