• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায় 

     dailybangla 
    31st Jan 2025 6:42 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দুপুর পৌনে ২টা জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

    শুক্রবার এতে ইমামতি করেন তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় মাওলানা জুবায়ের আহমেদ।

    এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রাত পর্যন্ত ৭২টি দেশে থেকে বিশ্ব ইজতেমায় অংশ নিতে ২ হাজার ১৫০জন মুসল্লী ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন।

    তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিরা জানান, গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতিবছর তাবলীগ জামাত বিশ্ব ইজতেমার আয়োজন করেন। বিশ্ব ইজতেমায় অংশ নেন দেশবিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসুল্লি। ইজতেমায় বয়ান করেন বিশ্বের শীর্ষস্থানীয় সব মাওলানারা। এতে বিভিন্ন বয়সের মুসল্লিরা অংশগ্রহণ করেন। এবার অনুষ্ঠিত হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমা।

    প্রতিবছর ইজতেমার সময় শুক্রবার দেশের সর্ববৃহৎ জুমার নামাজ এখানেই অনুষ্ঠিত হয়। মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ সমাবেশ বিশ্ব ইজতেমা। লাখ লাখ মুসল্লির সঙ্গে জামায়েত বদ্ধ হয়ে জুমার নামাজ আদায় করতে গাজীপুরসহ আশপাশ জেলা থেকে ছুটে আসেন মুসল্লিরা। অনেকেই রাতেই ময়দানে এসে অবস্থান নেন। মুসল্লিদের আগমনে পূর্ণ হয়ে যায় বিশ্ব ইজতেমা ময়দান। শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে নিরাপত্তার জোরদার করা হয়েছে। সাত হাজার পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছে। ওয়াচ টাওয়ার, ড্রোন, সিসি ক্যামেরা, হেলিকপ্টার টহল ও মোবাইল কোর্টের ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজক শুরায়ী নেজাম অনুসারীরা।

    মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ দুই পক্ষের দ্বন্দ্বে এবছর প্রথমবারের মতো তিন পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা।

    আগামী ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্ব। এরপর ৩ ফেব্রুয়ারি বাদ মাগরিব আরম্ভ হবে দ্বিতীয় পর্ব। এরপর ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্ব। ৮ দিন পর আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের ৫৮তম বিশ্ব ইজতেমা।

    শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিদেশি ২ হাজার ১৫০জন ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অবস্থান নিয়েছেন। এরপর বিদেশি মুসল্লিরা তাদের নিজ নিজ খিত্তায় অবস্থান নেন। তবে বিদেশি মুসল্লিদের সংখ্যা আরও বাড়বে। এসব বিদেশি মেহমানদের জন্য আলাদাভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই তাদের বিশেষভাবে ভাবে রান্না বান্না খাওয়া দাওয়া চলছে। দুই পর্বে ইজতেমায় অংশ নিতে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারী মুসল্লিরা ইজতেমা ময়দানে অবস্থান করবেন।

    বিশ্ব ইজতেমায় প্রথম পর্বে অংশ নেওয়া মুসল্লিদের আগমনে ময়দান পরিপূর্ণভাবে ভরে গেছে। অনেক মুসল্লি ময়দানে জায়গা না পেয়ে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও কামারপাড়া সড়কসহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031