ইতালি উপকূলে নৌকাডুবি, ২৬ অভিবাসীর মৃত্যু
আর্ন্তজাতিক ডেস্ক: ইতালির দক্ষিণাঞ্চলীয় লাম্পেদুসা উপকূলে দুইটি নৌকা ডুবে অন্তত ২৬ অভিবাসীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান এখনো চলছে। খবর আলজাজিরার।
বুধবার (১৩ আগস্ট) উদ্ধারকর্মীরা ৬০ জনকে জীবিত উদ্ধার করেছেন। এদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন নারীকে লাম্পেদুসায় আনা হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ফ্লাভিও দি জিয়াকোমো জানিয়েছেন, দুই নৌকায় মোট প্রায় ৯৫ জন ছিলেন। অর্থাৎ এখনো প্রায় ৩৫ জন নিহত বা নিখোঁজ হওয়ার আশঙ্কা রয়েছে। নৌকাদ্বয় লিবিয়া থেকে যাত্রা করেছিল।
জানা গেছে, নৌকাদ্বয় লিবিয়া থেকে যাত্রা করেছিল। প্রাথমিক তথ্যে জানা যায়, যাত্রার কিছুক্ষণ পর একটি নৌকায় পানি ঢুকতে শুরু করে। তখন যাত্রীরা অন্য নৌকায় ওঠেন। পরে সেটি খারাপ আবহাওয়ার কারণে উল্টে যায়।
ইতালির রেড ক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের অধিকাংশ শারীরিকভাবে সুস্থ আছেন। তবে ৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে ভূমধ্যসাগরের মধ্যাঞ্চল হয়ে ইউরোপে যাওয়ার পথে অন্তত ৬৭৫ জনের মৃত্যু হয়েছে।
বিআলো/শিলি