• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইতিহাস গড়লেন অভিনেত্রী স্কারলেট জোহানসন 

     dailybangla 
    08th Jul 2025 6:37 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: বিশ্বব্যাপী বক্স অফিস আয়ের দিক থেকে নতুন মাইলফলক ছুঁয়েছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’-এর সাফল্যের পর তিনি হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা প্রধান চরিত্রের অভিনেত্রী। মার্কিন বিনোদনমাধ্যম দ্য র্যাপ-এর তথ্য অনুযায়ী, স্কারলেটের অভিনীত ছবিগুলোর সম্মিলিত আয় এখন দাঁড়িয়েছে ১৪.৮ বিলিয়ন মার্কিন ডলারে।

    ৪০ বছর বয়সি এই তারকার আয়ের বড় অংশ এসেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে। ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের চারটি ছবি ও ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এ তার ‘ব্ল্যাক উইডো’ চরিত্রের উপস্থিতি থেকে এসেছে প্রায় ৮.৭ বিলিয়ন ডলার।

    সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ ছবিতে স্কারলেট অভিনয় করেছেন জোরা বেনেট চরিত্রে, যিনি এক সাবেক সামরিক কর্মকর্তা। ছবিতে তাকে পাঠানো হয় ডাইনোসরে পূর্ণ এক দ্বীপে একটি বিপজ্জনক অভিযানে। মুক্তির মাত্র ছয় দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৩১৮ মিলিয়ন ডলার, যা ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে আয় বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে; শীর্ষে আছে চীনের অ্যানিমেটেড সিকুয়েল ‘নে ঝা ২’।

    বক্স অফিস বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট দ্য নাম্বার্স-এর তথ্য অনুযায়ী, প্রধান বা সহ-প্রধান চরিত্রে অভিনীত স্কারলেটের ছবিগুলোর মোট আয় এখন ১৪.৮ বিলিয়ন ডলার। এই তালিকায় রয়েছে মার্ভেল-যাত্রার সূচনালগ্নের ‘আয়রন ম্যান ২’, পাশাপাশি অ্যানিমেটেড মিউজিক্যাল ‘সিং’ সিরিজ, যেখানে তিনি কণ্ঠ দিয়েছেন রকস্টার পোর্কুপাইন অ্যাশ চরিত্রে।

    এই আয় দিয়ে স্কারলেট পেছনে ফেলেছেন স্যামুয়েল এল জ্যাকসন (৭১টি ছবি) ও রবার্ট ডাউনি জুনিয়র (৪৫টি ছবি)-এর মতো দীর্ঘ ক্যারিয়ারের মার্ভেল তারকাদেরও। অথচ স্কারলেটের এই অসাধারণ সাফল্য এসেছে মাত্র ৩৬টি প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তালিকার শীর্ষ পাঁচে আরও রয়েছেন টম হ্যাঙ্কস ও ক্রিস প্র্যাট।

    এই মাইলফলক শুধু স্কারলেটের ক্যারিয়ারেরই নয় বরং সিনেমা ইতিহাসেও এক অনন্য নজির।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031