ইতিহাস গড়লেন জোহরান মামদানি, প্রিয়াংকার অভিনন্দন
বিনোদন ডেস্ক: নিউইয়র্কের রাজনীতিতে নতুন ইতিহাস লিখলেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত তরুণ রাজনীতিক জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে তিনি নির্বাচিত হয়েছেন শহরটির প্রথম মুসলিম এবং কনিষ্ঠতম মেয়র হিসেবে। এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুধু নিউইয়র্ক নয়, অনুপ্রাণিত হচ্ছে বিশ্বের নানা প্রান্তের অভিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীও।
বিশ্বজুড়ে আলোচিত এই খবর ঘিরে সামাজিক মাধ্যমে অভিনন্দনের বন্যা বইছে। সেই তালিকায় যুক্ত হলেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। ইনস্টাগ্রামে উষ্ণ বার্তা দিয়ে তিনি লিখেছেন, “অভিনন্দন জোহরান মামদানি, নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র! ইতিহাস তৈরি হলো। মীরা নায়ার, আপনাকেও অভিনন্দন।”
উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া জোহরান মামদানি বেড়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে, পরে স্থায়ী হন নিউইয়র্কে। দ্য ব্রঙ্কস হাই স্কুল অব সায়েন্স ও বাউডোইন কলেজ থেকে শিক্ষা নিয়ে রাজনীতি ও সমাজসেবায় জড়ান তিনি।
এর আগে তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, যা তার রাজনৈতিক ক্যারিয়ারে মজবুত ভিত গড়ে দেয়। এবার তার হাত ধরেই নিউইয়র্কে শুরু হলো এক নতুন অধ্যায়- যেখানে শহরের নেতৃত্বে প্রতিফলিত হচ্ছে বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও অভিবাসী সমাজের কণ্ঠস্বর।
বিআলো/শিলি



